রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ২৩:৫৪
রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল হোসেনের উপর গুলিস্তানে যুবলীগের হামলা ও খাগড়াছড়িতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল।


মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় পল্টনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ ইউনিট এ মিছিলের আয়োজন করে।


মশাল মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ে প্রীতম জামান টাওয়ার থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।


এসময় গণঅধিকার পরিষদের (একাংশ) ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ সরকার ক্ষমতা হারানোর ভয়ে পাগল হয়ে গেছে। তারা বিদায় নেয়ার আগে মরণ কামড় দিচ্ছে। গতকাল রাজধানীর গুলিস্তানের মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাঈল হোসেন বন্ধনের উপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে মারধর করে। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের চলমান গণস্বাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে পুলিশ হামলা করে। এর তীব্র নিন্দা জানাই।


তিনি বলেন, সরকার বিরোধী মতকে বিন্দু মাত্র সহ্য করতে পারছে না। যাকে তাকে হামলা করেছে, সাদা পোশাক তুলে নিয়ে নির্যাতন করছে। এসব করেও এ সরকার পতন ঠেকাতে পারবে না, তাদের বিদায় নিতেই হবে।


মিছিলে আরো উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক কর্ণেল মিয়া মোহাম্মদ মসিউজ্জামান, ব্যারিস্টার জিসান মহসীন, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ,যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, সহকারী সদস্য সচিব সাকিব হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া প্রমুখ।


বিবার্তা/এমই/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com