বিএনপি-জামায়াত নির্বাচনের আগে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়: নাছিম
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৬:২৭
বিএনপি-জামায়াত নির্বাচনের আগে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়: নাছিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামায়াত নির্বাচনের আগে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।


তিনি বলেন, তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়।


১৮ জুলাই, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার আইকনিক লিডারশিপে দেশ এগিয়ে যাচ্ছে।বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে তখন বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।


তিনি বলেন, তারেক রহমান চিকিৎসার নামে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। এখন হাওয়া ভবনের সেই কর্ণধার তারেক রহমান মির্জা ফখরুলকে দিয়ে দেশে ষড়যন্ত্র করছে। তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। তারা সন্ত্রাসী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়, জামায়াতীদের পুনর্বাসন করতে চায়। এজন্য নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


এছাড়া বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন।সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।


এর আগে বেলা ২টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।


সমাবেশের পর উন্নয়ন শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও সিটি কলেজের রাস্তা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে।


বিবার্তা/সোহেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com