বিএনপি এখন নিজেদের ভবিষ্যৎ নিয়েই সন্দিহান: কাদের
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ১৭:২৮
বিএনপি এখন নিজেদের ভবিষ্যৎ নিয়েই সন্দিহান: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভিন্ন জোট করে গণআন্দোলন করার ব্যর্থ চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি। কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না। আর আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয় লাভ করা যায় না।


তিনি বলেন, বিএনপি ব্যর্থ গণআন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো, এখন তারা নিজেদের ভবিষ্যৎ নিয়েই সন্দিহান।


শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি এদেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাদের আন্দোলনে কেউ নেই।


তত্ত্বাবধায়ক সরকার হিমাগারে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মাথায় এখনো তত্ত্বাবধায়ক সরকারের ভূত। অথচ তত্ত্বাবধায়ক সরকার হিমাগারে। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে।


তিনি বলেন, ভোট পাওয়ার জন্য বিএনপির একটা দৃশ্যমান সফলতা নেই। বিএনপি তো নিজেই এদেশকে ধ্বংস করে গেছে। আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন।


কাদের বলেন, আমাদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক উপায়ে হবে অন্য দেশের পরামর্শে হবে না। অন্য দেশের নির্বাচন নিয়ে আমাদের হস্তক্ষেপ নেই। তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেনো অন্য দেশের মাথাব্যাথা থাকবে??


দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শত্রু যেনো আওয়ামী লীগ না হয়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।


এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোহেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com