গাজীপুর সিটি নির্বাচন: মনোনয়নপত্র নিলেন জাহাঙ্গীর ও তার মা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ২০:১৯
গাজীপুর সিটি নির্বাচন: মনোনয়নপত্র নিলেন জাহাঙ্গীর ও তার মা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন।


বুধবার, ২৬ এপ্রিল সন্ধায় এতথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।


মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল)।


এদিকে, সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজ বুধবার (২৬ এপ্রিল) বিকেল পর্যন্ত সাধারণ কাউন্সিলর ৩৪০জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৮ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন মেয়র পদে ৪ জন, সাধারণত কাউন্সিলর পদে ১৯১ জন ও সংরক্ষিত কাউন্সিল পদে ৬৪ জন।


তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।


নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com