ববির রাজনীতির বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১৯:৫৭
ববির রাজনীতির বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই ববি কি আওয়ামী লীগের রাজিনীতে সক্রিয় হচ্ছেন কি না এ নিয়ে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে।


সোমবার (১৩ মার্চ) গণভবনে সদ্য সমাপ্ত প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনেও প্রশ্ন আসে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির রাজনীতি নিয়ে।


এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন,৭ মার্চ ববির ফুল দিতে যাওয়ার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। পরিবারের সদস্য হিসেবে ফুল দিয়েছে সে।


প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে সিআরআইসহ যত গবেষণামূলক কাজ বলেন তারা করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আজকে যে দক্ষ জনশক্তি, এটার পেছনেও তাদের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য মানুষের জন্য তারা সবসময়ই কাজ করে।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com