বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী পাঁচ শতাধিক থানায় যুবলীগের প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৫
বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী পাঁচ শতাধিক থানায় যুবলীগের প্রতিবাদ সমাবেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী পাঁচ শতাধিক থানায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।


গত ১০ ফেব্রুয়ারি গাজীপুর ও ১১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, যশোরসহ অনেক জেলায় বিএনপি-জামায়াত ‘পদযাত্রা’র নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সমাবেশ থেকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি দেশের ৫ শতাধিক থানায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতা-কর্মীরা বলেন, আন্দোলনের নামে, পদযাত্রার নামে বিএনপি-জামাত যদি সন্ত্রাস, গাড়ী ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, জনগণ ও পুলিশের ওপর হামলা করে তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজপথেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা আরও বলেন, সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তার সার্থেই যুবলীগ সবর্দা রাজপথে থাকবে।


বিবার্তা/সোহেল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com