শিরোনাম
‘এক-এগারো সৃষ্টির নেপথ্যে কারা, খুঁজে বের করুন’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ১৯:৩০
‘এক-এগারো সৃষ্টির নেপথ্যে কারা, খুঁজে বের করুন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০০৭ সালের ১/১১’র সৃষ্টির নেপথ্যে কারা, খুঁজে বের করার জন্য সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।


তিনি বলেন, ওই সরকারের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বিরাজনীতিকিকরণ করা। মঈন-ফখরুদ্দিন শুধু খালেদা জিয়ার সাথে নয়, বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা দুই বছর ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি, সমাজব্যবস্থা এবং রাজনীতিকে ধ্বংস করে ফেলেছেন। এগুলো নিরপেক্ষভাবে তদন্তের জন্য আমি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এই কমিশন গঠন করা হবে বলে তিনি মন্তব্য করেন।


শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।


বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত ‘জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭-২০০৮)’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিহুল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।


খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক সিকদার, সাবেক ছাত্রনেতান সর্দার মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ।


ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার ১/১১’র সরকারেরই ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয়। আজকে বিচার বিভাগের ওপর যে নিয়ন্ত্রণ তা ফখরুদ্দিন-মঈনুদ্দিনের সময়ই শুরু হয়। তারা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করেন। আদালতে মিলিটারি লোকেরা বসে থাকতো। তারা মনিটরিং করতো।


বইটি প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউজ। কমিশন বাদে বইটির মূল্য ৪০০ টাকা। এই বইয়ে ওয়ান ইলেভেনের সময়কার বেশকিছু ঘটনা তুলে ধরে হয়েছে।


অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেন, ১/১১’র ঘটনা ছিল সামরিক অভ্যুত্থান। বর্তমান সরকার সামরিক না হলেও সামরিক বাহিনীর আদলেই পরিচালিত হচ্ছে। তাদের কাছে কোনো সভা-সমাবেশের অনুমতি চাইলে তা অস্বীকার করছে। তারা সামরিক বাহিনীর মতোই আচরণ করছে। কিন্তু আমরা আইয়ুব খানকে দেখেছি। তিনি বেশিদিন টিকতে পারেননি।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com