শিরোনাম
স্বাধীনতার ৪৬ বছরেও জনগণ সুফল পায়নি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ২০:৩২
স্বাধীনতার ৪৬ বছরেও জনগণ সুফল পায়নি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, দেশ স্বাধীন হলেও মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ ও গণতন্ত্রের সুফল এখনো পায়নি। শুক্রবার বিকালে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সু-স্বাস্থ্য কামনায় আয়োজিত মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।


জি.এম কাদের বলেন, আমরা বাঙালিরা জাতি হিসেবে এক হলেও রাজনৈতিক দলগুলোর রেষারেষির কারণে জাতি আজ বিভক্তির মধ্যে আছে। যা দেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না।


তিনি বলেন, অনেক সমালোচকেরা এরশাদকে স্বৈরাচার বললেও দেশের জনগণ সত্যিকারের স্বাধীনতা এবং গণতন্ত্রের সুফল তাঁর (এরশাদের) শাসনামলেই ভোগ করেছে। ৯০ পরবর্তী সময় থেকে বড় দুটি প্রতিহিংসার রাজনীতির কারণে জনজীবনে স্বস্তি নেই।


জাপা কো-চেয়ারম্যান বলেন, তাই দেশের জনগণ আজ এই দুটি দলকে প্রত্যাখান করেছে। আমরা যদি দলকে আরো শক্তিশালী করতে পারি তাহলে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আবার সরকার গঠন করে জনগণকে আমরা দেখাতে পারি আলোর দিশারী।


আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, গোলাম কিবরিয়া টিপু, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, দিদারুল আলম দিদার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসহাক ভূঁইয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হোসেন মৌসুমী, শ্রমিক পার্টির সভাপতি আসরাফুজ্জামান খান, জাপা কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন, আবু সাইদ স্বপন, পারভীন তারেক, রিতু নূর, সুমন আশরাফ, হেলাল উদ্দিন, মাসুদুর রহমান মাছুম, ফখরুল ইসলাম প্রধান, আরিফুল ইসলাম রুবেল, মিয়া আলমগীর প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/বিপ্লব/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com