শিরোনাম
সমস্যা সমাধানে সংলাপের বিকল্প নেই : ন্যাপ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৭:৫৪
সমস্যা সমাধানে সংলাপের বিকল্প নেই : ন্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই। সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করার দাবি জানিয়েছেন তিনি।


শুক্রবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘শহীদ আসাদ দিবস স্মরণে’ বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


ছাত্র কেন্দ্র যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেলের সভাপতিত্বে ন্যাপ ঢাকা মহানগর সদস্য মো. শহীদুননবী ডাবলু, কেন্দ্রীয় যুব সম্পাদক বাহাদুর শামিম আহমেদ পিন্টু, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, ছাত্র কেন্দ্রর যুগ্ম সমন্বয়কারী আলী নূর নাদিম, স্বরজিৎ কুমার দ্বেব, নির্বাহী সদস্য শাকিল হাসান, সোহেল রানা প্রমুখ বক্তব্য দেন।


মোস্তফা ভূঁইয়া বলেন, একগুয়েমি ও প্রতিহিংসার রাজনীতি কখনো দেশ-জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে গিয়ে পৃথিবীতে কোনো সরকারই চিরস্থায়ী হতে পারে নাই। বরং তাদের পতন হয়েছে অসম্মানজনকভাবে।


বিবার্তা/বিপ্লব/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com