শিরোনাম
বিরোধী রাজনীতিতে অঘোষিত নিষেধাজ্ঞা চলছে : মোশাররফ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫৬
বিরোধী রাজনীতিতে অঘোষিত নিষেধাজ্ঞা চলছে : মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে একদলীয় শাসন চলছে। বিরোধীদলীয় রাজনীতির ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা চলছে।


মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে ‘স্বাধীনতা যুদ্ধ গণতন্ত্র ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


মোশাররফ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়ে অমর হয়ে আছেন। সে নাম কখনো মুছে দেয়া যাবে না। জিয়া ও তার পরিবারকে নিশ্চিহ্ন করার অনেক চেষ্টা করেছে বর্তমান সরকার।


তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা জনগণের ভোটে আবার ক্ষমতায় আসলে কারো নাম মুছে ফেলার মত নোংরামি করবো না। যার যে ক্ষেত্রে অবদান রয়েছে, তাকে আমরা যথাযথ সম্মান দেব।


ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ওই আলোচনা সবায় আরো বক্তব্য দেন, ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সস্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com