ঈদে ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৯:৫৩
ঈদে ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত রাঙামাটি। ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে আসেন পাহাড় হ্রদে ঘেরা সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে।


পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়ে পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণাসহ আরও মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে হাজার হাজার পর্যটকে।


পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাপ্তাই হ্রদ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এবারের ছুটিতে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা উপভোগ করতে পারবেন কাপ্তাই হ্রদ ভ্রমণের আনন্দ।


রাঙামাটি পর্যটন ঘাটের ইজারাদার মো. রমজান আলী বলেন, ঈদের ছুটিকে লক্ষ্য করে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ট্যুারিস্ট বোটগুলো মেরামত ও রং করে সম্পূর্ণ প্রস্তুত করেছি। আশা করছি এবারের ছুটিতে বেশ ভালোই পর্যটক সমাগম হবে এবং আমরা বেশ ভালো একটা ব্যবসা করতে পারব।


পর্যটকদের চাপ সামলাতে শহরের প্রায় শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউজ প্রস্তুত। এরই মধ্যে অধিকাংশ হোটেলের ৫০-৬০ ভাগ রুম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ঝুলন্ত সেতুতে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণের আশাবাদ জানিয়ে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, আমাদের সব হোটেল ও কটেজ মিলিয়ে মোট ৮৮টি রুম আছে। এর মধ্যে ঈদের ছুটি উপলক্ষ্যে প্রায় ৫০ শতাংশ বুকিং হয়ে গেছে। আশা করছি বুকিংয়ের পরিমাণ আরও বাড়বে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স প্রস্তুত আছে।


রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। তাই টানা বন্ধে আসা পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি সব পণ্য পসরা সাজাতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে ট্যুারিস্ট পুলিশ। ট্যুারিস্ট পুলিশ রাঙামাটি জোনের উপ-পরিদর্শক খাদিজা আক্তার বলেন, রাঙামাটিতে আসা পর্যটকদের জন্য প্রতিবারের মতো এবারও যথেষ্ট নিরাপত্তা আমরা জোরদার করেছি। আমাদের টহল পার্টি এবং সিভিল পার্টি পর্যটন স্পটগুলোর নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। যেকোনো ধরনের অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সচেষ্ট আছি।


এবারের এই ছুটিতে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে প্রায় ২০ হাজার পর্যটকের আগমন ঘটবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com