শিরোনাম
তামাকবিরোধী লড়াইয়ে আরো ৩৬ কোটি ডলার দান
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৬
তামাকবিরোধী লড়াইয়ে আরো ৩৬ কোটি ডলার দান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর সাবেক মেয়র ও জনসেবক মাইকেল আর. ব্লুমবার্গ বিশ্বব্যাপী তামাকবিরোধী লড়াইয়ে সোমবার আরো ৩৬ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে ধূমপানবিরোধী বৈশ্বিক যুদ্ধে তাঁর প্রতিশ্রুত দানের পরিমাণ ১০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে গেলো।


বিশ্বব্যাপী তামাকবিরোধী লড়াইয়ের অঙ্গীকার নিয়ে ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয় মাইকেল আর. ব্লুমবার্গ-এর সংস্থা ব্লুমবার্গ ইনিশিয়েটিভ টু রিডিউস টোব্যাকো। এর অক্লান্ত প্রচেষ্টায় ধূমপানবিরোধী লড়াইয়ে অনেক বাঁকবদল হয়। ধূমপান কমে গিয়ে বহু মানুষের প্রাণরক্ষা হয়। এছাড়া এই সংস্থা ৫৯টি দেশে ধূমপান নিয়ন্ত্রণ আইন ও নীতিমালা প্রণয়নে সহায়তা দিয়ে আনুমানিক তিন কোটি মানুষের জীবন রক্ষায় সহায়তা করেছে। সূত্র : প্রজ্ঞা


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com