
রাজধানীর মিরপুর-আগারগাঁও এলাকায় বুধবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেট্রোরেলের মূল কাজ শুরুর আগে রোকেয়া সরণীর নিচ দিয়ে যাওয়া পাইপলাইন সরানোর জন্যই সাময়িক এ দুর্ভোগ পোহাতে হবে ওই এলাকার বাসিন্দাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (জনসংযোগ) মো. শাহজাহান। তিনি জানান, মনিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁও ও আশপাশের এলাকা এবং মিরপুর ১০ এর পশ্চিমপাশের এলাকার বাসিন্দারা বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস পাবেন না।
পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের জুন থেকে ঢাকা মেট্রোরেল প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা। তার আগে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে প্রকল্প এলাকায় থাকা বিভিন্ন সেবাসংস্থার অবকাঠামো সরানোর কাজ।
এর অংশ হিসেবে গত নভেম্বরে রোকেয়া সরণীর তালতলা থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের একপাশ খুঁড়ে ভূগর্ভস্থ বৈদ্যুতিক সঞ্চালন তার প্রতিস্থাপন করা হয়। সেসময় রাস্তার একটি লেন বন্ধ থাকায় ওই সড়কে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিবার্তা/আছিয়া/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]