
নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খিলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ভিপি পেয়ার আহমেদ (৫২) মারা গেছেন।
শনিবার সকালে জেলা শহর মাইজদীতে অ্যাডভোকেট আবু হানিফের বাসার বাথরুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
জানা যায়, শুক্রবার নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন শেষে মাইজদীতে চাটখিল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বদলকোট ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবু হানিফের বাসায় রাতযাপন করতে যান তিনি। বেশ কিছুদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বাথরুমে যাওয়ার পর হার্টঅ্যাটাকে তিনি মারা যান।
চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, পেয়ার আহমেদ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভিপিও ছিলেন তিনি। পরে ৯০ এর দশকে তিনি বিএনপিতে যোগদান করে খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হন।
বিবার্তা/সুমন/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]