শিরোনাম
‘এম আর খান ছিলেন দেশের অমূল্য সম্পদ’
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৬, ২১:৫২
‘এম আর খান ছিলেন দেশের অমূল্য সম্পদ’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় অধ্যাপক এম আর খান ছিলেন দেশের অমূল্য সম্পদ। তিনি শিশু চিকিৎসার পাশাপাশি সারা জীবন মানুষের কল্যাণে ব্যাপক কাজ করেছেন। যে কজন ব্যক্তি আমাদের সমাজে উদাহরণ সৃষ্টি করতে পেরেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ’ এর আয়োজনে খ্যাতনামা শিশু চিকিৎসক, জাতীয় অধ্যাপক এম আর খানের স্মরণসভায় তার শিক্ষার্থীরা এসব কথা বলেন।


চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের সহ-সভাপতি ও সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের চিকিৎসক ব্রি. জেনারেল ডা. নুরুন নাহার ফাতেমার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, ঢাকা শিশু হাসপাতালের শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হানিফ, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা শিশু হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক এম এ কে আজাদ চৌধুরী, সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম, শিশু হৃদরোগ চিকিৎসক ডা. লুৎফুল কবির, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের শিশু রোগ বিভাগের প্রধান ডা. সৈয়দা আফরোজা, হার্ট ফাউন্ডেশনের শিশু হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. শামসুজ্জামান, কালের কন্ঠের সহ সম্পাদক আতাউর রহমান কাবুল প্রমুখ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ শাহরিয়ার টুটুল।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com