শিরোনাম
ড. ফজলুল আলম আর নেই
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:৩৫
ড. ফজলুল আলম আর নেই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশিষ্ট প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও সংস্কৃতিতাত্ত্বিক ড. ফজলুল আলম (৭৫) ১৬ নভেম্বর বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।


ড. ফজলুল আলম ১৯৪১ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের ছোট চাচা।


ড. ফজলুল আলম সুদীর্ঘ পঁচিশ বছর ইংল্যান্ডে বসবাস করেন। ১৯৯৬ সালে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে লাইব্রেরিয়ান পদে যোগ দেন। সেখানে তিনি লাইব্রেরি অটোমেশান প্রজেক্ট চালু করেন এবং ইউএনডিপি অনুদানের প্রস্তাবিত সকল শর্ত সফলভাবে সময়মতো কার্যকর করেন। প্রথম কয়েক বছর বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখলেও ২০০২ সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর পেয়ে সৃজনশীল ও মননশীল সাহিত্যে মনোনিবেশ করেন। ২০০৪ সনে প্রকাশিত উপন্যাস ‘ক্রান্তিকালে প্রতারক’ লন্ডন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ডিগ্রি কোর্সে মনোনীত হয়।


ইংল্যান্ডে তাঁর দুটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়। সেখানে থাকাকালে তিনি নিজ খরচে লাইব্রেরিয়ানশিপে চার্টার্ড, এথনিক রিলেশান্সে মাস্টার্স ও কালচারাল স্টাডিজে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ‘সংস্কৃতির সত্যমিথ্যা’ প্রকাশ করে তিনি নিজেকে একজন সংস্কৃতি অধ্যয়ন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১০ সালে প্রকাশিত ‘সংস্কৃতিসমগ্র’ বহুল সমাদৃত। তিনি সম্পূর্ণ নতুন বিষয় সংস্কৃতিতত্ত্ব বিরোধিতার ওপরও লিখেছেন। তার পাঁচটি ছোটগল্প নাট ও টেলিফিল্ম হিসেবে টেলিভিশনে প্রদর্শিত হয়েছে। তাঁর একটা উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণাধীন। তিনি স্যাটেলাইট চ্যানেলে সর্বপ্রথম বিষয়ভিত্তিক টক শো ‘কড়া আলাপ’র পরিকল্পক ও উপস্থাপক। তিনি সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০০৮) ও বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৪) লাভ করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com