উত্তর সিটির গবেষণার উপাত্ত বিশ্লেষণ করবে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ২১:০২
উত্তর সিটির গবেষণার উপাত্ত বিশ্লেষণ করবে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গবেষণা কর্মের নির্ভুল ফলাফল পেতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তথ্য-উপাত্ত বিশ্লেষনে সহযোগিতা করবে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়।


৪ জুলাই, বৃহস্পতিবার ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে মোনাশ বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ডিএনসিসি।


ডিএনসিসির পক্ষ থেকে প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনমিকস এন্ড সাসটেইনিবিলিটি বিভাগের অধ্যপক আসাদ ইসলাম এ চুক্তি স্বাক্ষর করেন।


এসময় ডিএনসিসির স্মার্ট সিটি পরামর্শক ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ ফারজানা ববি, তথ্য কর্মকর্মতা মোঃ পিয়াল হাছান, মোনাশ বিশ্ববিদ্যালয়ের পিএইডি শিক্ষার্থী ইমরুল কায়েস, তারান্নুম বেগ উপস্থিত ছিলেন।


চুক্তি অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ধরনের গবেষণা কার্যক্রমের ফলাফল তৈরিতে সহযোগিতা করবে। এছাড়াও মোনাশ বিশ্ববিদ্যালয় বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান বিষয় নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com