সারাদেশ
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৮:০৮
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখলে নেওয়ার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধেও অভিযোগ করেন তারা।


রোববার (১১ মে) দক্ষিণখানের ট্রান্সমিটার মোড়ে ৪৭ নম্বর ওয়ার্ড সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন করা হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, দক্ষিণখান থানার ট্রান্সমিটার মোড়ের বাসিন্দা নাহিদ ইসলাম নামে এক প্রতিবন্ধীর পাথর সরবরাহের ব্যবসা বন্ধ করে সেটি দখলে নিয়েছেন ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আল আমিন সরকার ও সাবেক ছাত্রদল নেতা মঈন সরকার।


খোঁজ নিয়ে জানা যায়, নাহিদ ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। ২০১৬ সালে ট্রেন দুর্ঘটনায় ডান পা হারান তিনি। পরে সংসার চালাতে গিয়ে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে স্থানীয় এক ব্যক্তির ভবনে পাথর সরবরাহের কাজ নেন। এতে কিছুটা লাভবান হলে এই ব্যবসা শুরু করেন নাহিদ। এ সময় তিনি ব্যাংক ও সমিতি থেকে এক লাখ ৮০ হাজার টাকা ঋণ ব্যবসাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেন।


আর এই ব্যবসার মাধ্যমেই নিজের পরিবার ছাড়াও মৃত বড় ভাইয়ের পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। কিন্তু গত ৩০ এপ্রিল বিএনপির ৪৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আল আমিন তার লোকজন নিয়ে পাথর সরবরাহের কাজ বন্ধ করে দেন।


মানববন্ধনে অভিযোগ করা হয়, গত পাঁচ আগস্টের পর এলাকায় দখল ও চাঁদাবাজিতে নেমেছেন আল আমিন ও তার সহযোগীরা। ইতোমধ্যে ময়লা ফেলার কাজ, টেম্পুস্ট্যান্ড, ঝুট ব্যবসা দখলে নিয়েছেন আল আমিন ও মঈন সরকার। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ আছে। এসব ইস্যুতে একাধিক মামলাও আছে তাদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী নাহিদের ব্যবসা দখল করেছেন তারা।


এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। কোনোমতে ধারদেনা করে ব্যবসা চালাচ্ছি। এরমধ্যে তারা আমার ব্যবসা দখল করে রেখেছে। এর সুরাহা চাইতে বিএনপির অন্যান্য নেতাদের কাছেও গিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমি এখন কি করব, কিভাবে সংসার চালাবো, সেটি বুঝতে পারছি না।


অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে আল আমিন সরকার বলেন, আমি গত ২৬ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। এখন আমার রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রতিবন্ধী নাহিদ ইসলামের ব্যবসা দখলের সঙ্গে আমি জড়িত নই। আমি এ বিষয়ে কিছু জানি না।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com