দেশব্যাপী নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনাসহ আটক ১১
প্রকাশ : ২০ জুন ২০২৪, ২১:০২
দেশব্যাপী নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনাসহ আটক ১১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।


বুধবার (১৯ জুন) থেকে ২০ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৬৬ হাজার ১৬০ মিটার অবৈধ জাল, ২৪২ কেজি মাছ এবং বিভিন্ন প্রজাতির ২ লক্ষ ১৫ হাজার পিস বাগদা রেণু পোনা জব্দ করা হয়।


এদিন নৌ পুলিশ নদী থেকে ২০টি ঝোপ ধ্বংস করে।


এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, নৌ পুলিশের এই অভিযানে অবৈধ জাল দিয়ে মাছ ধরার জন্য ৭ নৌকা জব্দ করা হয়। সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী নদীতে ৬৫ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞাকালীন নৌ পুলিশ দায়িত্বপালনে তৎপর। নৌ-পুলিশ বরফ কল এবং সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র নিয়মিত নজরদারিতে রাখছে।


উল্লেখ্য, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com