
মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত নির্যাতিত হয়ে শ্রমিকদের মৃত্যুর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, হায়াত-মউত আল্লাহর হাতে।
২০ জুন, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাপানগামী ২৫ জন কর্মীর হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, মাত্র ৫ হাজার ১৫০ টাকা খরচে সরকারিভাবে জাপানে দক্ষ কর্মী যাচ্ছে। এ খরচে আগামী ২৪ ফেব্রুয়ারি ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।
তিনি জানান, চলতি বছর এ পর্যন্ত জাপানি ভাষায় পারদর্শী ৪৬ জন কর্মী জাপান গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২০৮ জন।
এসময় মধ্যপ্রাচ্যে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের হায়াত-মউত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। শ্রমিকদের নিরাপত্তা রক্ষার্থে বর্তমান সরকার অনেক আন্তরিক। আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এছাড়া অ্যাম্বাসিও কাজ করে যাচ্ছে।
মালয়েশিয়ায় কর্মী যেতে না পারা নিয়ে তিনি বলেন, ২৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থাও নেয়া হবে।
অবৈধ পথে বিদেশগামীদের তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নেই জানিয়ে শফিকুর রহমান বলেন, অবৈধ পথে বিদেশ পাড়ি দেওয়া উচিত না। তারা সঠিক কাজ করছে না। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।
উল্লেখ্য, ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশী নৌকা ডুবে নিহত ১১ জনের মধ্যে তিন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহত ওই তিনজনের বাড়ি মাদারীপুর জেলায়। মঙ্গলবার (১৮ জুন) লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ শিশুসহ ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন- শিবচর উপজেলার খানকান্দি এলাকার আলী হাওলাদার ও সাব্বির। বাকি একজনের নাম জানা যায়নি। যদিও কতজন বাংলাদেশি নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]