বেনাপোল এক্সপ্রেসে আগুনে
দগ্ধ চার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ২০:০০
দগ্ধ চার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ চারটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।


৬ জানুয়ারি, শনিবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।


ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ বেগম। ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে।


মরদেহের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ শনাক্ত করা হয়েছে। ডিএনএর জন্য মৃতদেহের পাঁজরের হাড় ও পায়ের হাড়ের সেমফুল সংগ্রহ করা হয়েছে।


মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান।


তিনি বলেন, গত রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে চারজন মৃত্যুবরণ করেছেন। তাদের পরিচয় শনাক্তের জন্য ময়নাতদন্ত শেষে মরদেহ মর্গের ডিপ ফ্রিজে রাখা হয়েছে।


বিবার্তা/বুলবুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com