গাজীপুরে গভীর রাতে পুড়ল শিক্ষাপ্রতিষ্ঠান ও ভোটকেন্দ্র
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৩
গাজীপুরে গভীর রাতে পুড়ল শিক্ষাপ্রতিষ্ঠান ও ভোটকেন্দ্র
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় আলাদা দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল।


শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।


আগুনে কম্পিউটার, বই, আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাতে তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুলভবনের ৭টি শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, টেবিল-চেয়ার, আলমারি, বই–খাতা, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।


এদিকে একই রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্কুলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল।


আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে স্কুলের একটি আলমারি ও বইপত্র পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।


স্কুলের প্রধান শিক্ষক মো. ওসমান আলী বলেন, আগুনে স্কুলভবনের অফিস, শ্রেণিকক্ষ, অফিসে রাখা সকল নথিপত্র, কম্পিউটারসহ সব পুড়ে গেছে। এখন সরকারি সহায়তা না পেলে ৭ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হবে।


নৈশপ্রহরী আফাজ উদ্দিন বলেন, ‘রাতে মানুষের উপস্থিতি টের পেয়ে বের হই। তখন স্কুলের কোনায় আগুন দেখে স্কুল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসে খবর দিই। আগুনের ভয়াবহতায় এরপর আমার আর কিছু মনে নেই।’


এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, ‘নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ১০-১২ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com