সারাদেশে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ২১:৩৮
সারাদেশে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশের ৭৩টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে ১১৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি।


১০ অক্টোবর, মঙ্গলবার রাতে ভোক্তা অধিকারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভেজাল ও নকল পণ্য, আমদানিকৃত পণ্য, শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ, নিষিদ্ধ কসমেটিকস, রেস্টুরেন্ট তদারকিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ঢাকা মহানগরীতে অধিদফতরের তিনটি টিম বাজার অভিযান পরিচালনা করে।


এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৬টি জেলায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। মোট ৪৮টি টিম কর্তৃক সবমিলিয়ে মঙ্গলবার ৭৩টি বাজারে অভিযানের মাধ্যমে নানা অনিয়মের দায়ে ১১৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তার অধিকার রক্ষায় অধিদফতরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com