শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অতীব প্রয়োজন মানসম্মত শিক্ষা : স্পিকার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:৫২
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অতীব প্রয়োজন মানসম্মত শিক্ষা : স্পিকার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অতীব প্রয়োজন মানসম্মত শিক্ষা ।


তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম যেন সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সম্পন্ন হয়েছে, এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে।’


স্পিকার সোমবার (২৪ জুলাই) নিজ নির্বাচনী এলাকার অন্তর্গত পীরগঞ্জ উপজেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় এবং উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন, বাইসাইকেল, হুইল চেয়ার, ল্যাপটপ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশেই উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের জোয়ার পীরগঞ্জেও এসেছে। পীরগঞ্জের অবশ্য প্রয়োজনীয় কাজের তালিকা করে দিলে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান। ড. এম এ ওয়াজেদ মিয়াসহ বহু গুনীজন এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশ ও বিশ্ব অঙ্গনে অবদান রাখছেন।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com