
দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের ন্যায় বুধবার (১৫ মে) চতুর্থ কার্যদিবসেও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একইসাথে বাজার দুটিতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৫৮.২২ পয়েন্ট, লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১০৪.৫৬ পয়েন্ট সাথে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে অধিকাংশ কোম্পানির দর হারিয়ে সর্বনিম্ম সীমায় চলে যায়। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ার দর কমার ক্ষেত্রে ৩ শতাংশের বেশি পড়তে পারবে না। সেই অনুযায়ী মঙ্গলবারের ন্যায় বুধবার অধিকাংশ কোম্পানির শেয়ারে ক্রেতা সংকট দেখা দেয়।
তবে লেনদেন চলাকালে একাধিকবার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও বড় বিনিয়োগকারীদের একটি অংশের বিক্রির চাপ বাজার সামলে উঠতে পারেনি। ফলে পতনের মধ্যে ডুবে লেনদেন কার্যক্রম শেষ হয়েছে। এতে করে দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের (সোমবার) চেয়ে ৫৮.২২ পয়েন্ট বা ১.০৪ শতাংশ কমে ৫৫২৭.৩৯ পয়েন্ট দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২.৭৯ পয়েন্ট কমে ১২১২.৯৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৪.১৪ পয়েন্ট কমে ১৯৭৭.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে এদিন ১৫ কোটি ৯২ লাখ ২৬ হাজার ৯১৯টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। এতে করে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ১৩৮ কোটি টাকা।
এছাড়া এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১৯ কোটি ২১ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে ই-জেনারেশনস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন ইনফিউশনস। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৮ কোটি দুই লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- নাভানা ফার্মাসিউটিকেলস লিমিটেড, বেস্টহোল্ডিংস লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, কোহিনুর কেমিক্যালস, প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি ও সী পার্ল বিচ।
এদিকে ডিএসইতে লেনদেন শেষে ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি কোম্পানির শেয়ার দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১০৪.৫৬ পয়েন্ট কমে ১৬০৬০.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির কোম্পানির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। সিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪১ লাখ টাকার। এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ৮১ লাখ টাকা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]