
দেড় বছর প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিল ব্লুজরা। ইটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। অবশ্য একটা সময় ১০ জনের দলে পরিণত হয়েছিল তারা। ৮৮ মিনিটে লাল কার্ড দেখেন ডিফেন্ডার রিস জেমস। ফলে ১০ প্লেয়ার নিয়ে প্রায় ১২ মিনিট খেলতে হয়েছে তাদের।
বুধবার (১৫ মে) রাতের এ জয়ের পরও কনফারেন্স লিগের টিকিট নিশ্চিত হয়নি চেলসির। টটেনহ্যাম পরের ম্যাচে হোঁচট খেলে ভাগ্য খুলতে পারে তাদের, সেক্ষেত্রে নিজেদের পরের ম্যাচে চেলসিকে জিততেই হবে। ৬০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ৬ নম্বরে তারা। ৬৩ পয়েন্ট আছে ৫ নম্বরে থাকা টটেনহ্যামের। ব্রাইটন ৪৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে।
চেলসির জয়ের দিন জয় পেয়েছে বিগ সিক্সের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কোবি মাইনো, আমাদ দিয়ালো ও রাসমুস হইলুন্দের গোলে নিউক্যাসলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। এ ম্যাচের মাধ্যমে ৪৫ বছরের লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল (৫৮) হজম করল ইউনাইটেন। এর আগে ১৯৭৮-৭৯ মৌসুমে ৬৩ গোল খেয়েছিল দলটি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]