মিডিয়াতে বক্তব্য দিলে থার্টি পার্সেন্ট টুইস্টেড হয় : সিইসি
প্রকাশ : ১৬ মে ২০২৩, ২০:৩৪
মিডিয়াতে বক্তব্য দিলে থার্টি পার্সেন্ট টুইস্টেড হয় : সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণমাধ্যমে যখন বক্তব্য দেয়া হয় তখন ওটা থার্টি পার্সেন্ট টুইস্টেড হয়ে যায় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। টুইস্টেড হয়ে ভিন্ন বক্তব্য হয়ে যায় জানিয়ে তিনি বলেন, 'এগুলো করে অনেক সময় বিব্রতকর অবস্থা হয়।'


মঙ্গলবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সোয়া একঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।


তিনি বলেন, এ জন্য তাকে সতর্ক হয়ে কথা বলতে হতে হবে জানান কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিকদের অনুরোধ করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটির প্রধান বলেন,' আপনারা কাইন্ডলি বক্তব্যটাকে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করার চেষ্টা করবেন।'


কাজী হাবিবুল আউয়াল বলেন,' উনি (কাদের সিদ্দিকী) আশ্বাস চেয়েছেন নির্বাচন কমিশন যে তার দায়িত্ব শক্তভাবে পালন করবে। আমরা ওনাকে আশ্বাস দিয়েছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী প্রতিপালন করার চেষ্টা করবো। এটাও আমি ওনাদের বলেছি নির্বাচন কমিশনের ওপর একটা বড় দায়িত্ব আছে নির্বাচন আয়োজনের। একই সাথে আপনারাও যারা রাজনৈতিক দল আছেন তাদেরও দায়িত্ব রয়েছে। সার্বিকভাবে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয়া। প্রতিকূল পরিবেশ বিরাজ করলে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেতে পারে। '


নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন,'আমাদের দায়িত্ব দলের দিকে তাকানো নয়। যারা ভোটার, তারা নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কি না সেই চেষ্টাটাই মূলত আমরা করব।'


নির্বাচনকালীন রাজনৈতিক সরকার বা আমলাতান্ত্রিক সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন,' রাজনৈতিক সরকারের উপর আমাদের যে নিয়ন্ত্রণ আছে। আমলাতান্ত্রিক সরকারের উপর আইনে আমাদের যে নিয়ন্ত্রন আছে সেটি প্রয়োগ করার চেষ্টা করবো।'


নির্বাচনে সরকারের সদিচ্ছা অতিশয় গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন,' রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণ থাকবে অনেকটা। পুলিশের একটা ভূমিকা থাকে নেতিবাচক। স্বচ্ছতায় মিডিয়ার ভূমিকাও থাকবে।'


বিবার্তা/সানজিদা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com