শিরোনাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ২০:৫৯
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন দায়িত্ব নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানরা।


রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিবার্তাকে এ তথ্য জানান।


তিনি জানান এ জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ রিয়াতউদ্দিন আল মুস্তাফা বিল্লাহ শাহ ইবনে হাজি আহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইটালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা, ইরানের রাষ্ট্রপতি সাঈদ ইব্রাহিম রাইছি ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব।


বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন পাবনার সন্তান ও আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সাহাবুদ্দিন গতকাল বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথির সামনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে সাহাবুদ্দিনকে
শপথ পাঠ করান।


মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মোঃ সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন তিনি।


এর আগে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়াারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।


মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম চুপ্পু। পিতা শরফুদ্দিন আনছারী, মাতা খায়রুন্নেসা।
তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরে এলএলবি ও বিসিএস (বিচার) পরীক্ষায় উত্তীর্ণ হন।


বিবার্তা/সানজিদা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com