শিরোনাম
রোহিঙ্গা পুনর্বাসনে দৃঢ় ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোমেনের আহ্বান
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ২৩:২৮
রোহিঙ্গা পুনর্বাসনে দৃঢ় ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোমেনের আহ্বান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শিগগির মিয়ানমারে তাদের নিজ ভূমিতে স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরো দৃঢ় ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।


রবিবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের সফররত প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।


পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় ফোরামে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন।মোমেন রোহিঙ্গাদের জন্য ভাসান চরে তৈরি করা আবাসন-সুবিধা সম্পর্কে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।


উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ুু পরিবর্তনে সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com