বিচারকাজে গতি বাড়াতে বিচারক বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৯:৫৪
বিচারকাজে গতি বাড়াতে বিচারক বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আদালতের বিচারকাজের গতি বাড়াতে মন্ত্রণালয়কে বিচারকের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ১ মার্চ, বুধবার জাতীয় সংসদের সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।


জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আবদুস সাত্তার ভূঞা, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন এতে অংশ নেন।


বৈঠকে একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক থেকে ২৬তম বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। বৈঠকে কমিটি সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেনকে সাব কমিটি ২ এ অন্তর্ভুক্ত করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।


কমিটির সদস্য ছাড়াও বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রিয়াদ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com