
দিনাজপুরের ‘হিলি প্রেসক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতেসভাপতি হয়েছেন বিবার্তা ২৪-এর সংবাদদাতা মো. গোলাম রব্বানী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় আগামী দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক সময়ের আলো ও বিবার্তা ২৪-এর প্রতিনিধি গোলাম রববানীকে সভাপতি এবং একাত্তর টিভি ও দৈনিক শেয়ারবিজ এর প্রতিনিধি মো. ছামিউল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদি এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (মোহনা টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান , সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা. কোশাধ্যক্ষ হাসান আলী , দপ্তর সম্পাদক মো. জনি শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুব আলম বকুল. সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন বিপ্লব. আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াসকুরনী, ধর্ম সম্পাদক মো. ইমরুল কায়েস।
কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- মো. ফারহান ইসলাম, মো. ফারুকুজ্জামান চৌধুরী কৌশিক।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]