বিবার্তা অফিসে ভাঙচুরের ঘটনায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪
বিবার্তা অফিসে ভাঙচুরের ঘটনায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সরকার নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।


১০ ফেব্রুয়ারি, শুক্রবার ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ মাইনুল ইসলাম সোহেল বিবৃতি প্রদান করে এই নিন্দা জানান।



বিবৃতিতে ডিআরইউ নেতৃদ্বয় বলেন, বিবার্তার অফিস ভাঙচুর ও চুরির ঘটনা গণমাধ্যমের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।


উল্লেখ্য, রাজধানীর বাংলামোটরস্থ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের ১১ তলায় বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস ভাঙচুর ও চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা থানায় মামলা করতে গেলেও তা নেয়া হয়নি বলে জানিয়েছে বিবার্তা কর্তৃপক্ষ।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com