শিরোনাম
২৬-৩০ ডিসেম্বর উচ্চাঙ্গ সংগীত উৎসব
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৩০
২৬-৩০ ডিসেম্বর উচ্চাঙ্গ সংগীত উৎসব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে প্রতিক্ষার অবসান হলো। শুরু হচ্ছে উচ্চাঙ্গ সংগীত উৎসবের ষষ্ঠতম আসর। আগামী ২৬-৩০ ডিসেম্বর চলবে এই উৎসব। ভেন্যু আগেই ঠিক হয়েছে রাজধানীর আবাহনী মাঠ। উৎসবের প্রধান আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে।


প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। পাঁচদিনের উৎসবে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যামিবিজয়ী শিল্পী পদ্মভূষণ বিদ্বান ভিক্কু বিনায়করাম। আরো অনেক বিখ্যাত শিল্পীদের সঙ্গে থাকছে বাংলাদেশের শিল্পীরাও।


আয়োজনের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।


সাধারণ দর্শকরা এই আয়োজনে আসতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়াটি শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর থেকে। আবাহনী মাঠের ধারণ ক্ষমতা এবং আগ্রহীদের অনলাইন নিবন্ধনের ওপর নির্ভর করবে কতদিন চলবে অনলাইন রেজিস্ট্রেশন।


বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের ষষ্ঠ আসর উৎসর্গ করা হয়েছে এমিরেটাস প্রফেসর আনিসুজ্জামানকে। এবারের আসরে উপমহাদেশের শাস্ত্রীয়সংগীতের সাথে যুক্ত করা হয়েছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে কাজাখস্তানের ৫৮ সদস্যের দল ‘আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রা’র গান। এই দলের সঙ্গে অংশ নেবেন প্রখ্যাত বেহালা শিল্পী পদ্মভূষণ ড. এল সুব্রহ্মণ্যন।


আয়োজক সূত্রে জানা গেছে, ভেন্যুর প্রবেশ মুখে অনলাইন নিবন্ধনের কোনও সুযোগ থাকছে না। আর রাত ১২টার পর অনুষ্ঠানস্থলে ঢুকতে পারবেন না কেউ।


এর আগে, ভেন্যু সংকটের কারণে উচ্চাঙ্গ সংগীতের ষষ্ঠতম আসর পিছিয়ে গিয়েছিল। পরে ভেন্যু সংকট কাটে। এখন দিন-তারিখ নির্ধারিত হলো উৎসবের।


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com