শিরোনাম
মাহবুবুল হক শাকিল পদকের জন্য বই আহবান
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ১৮:২৬
মাহবুবুল হক শাকিল পদকের জন্য বই আহবান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাহবুবুল হক শাকিল সংসদ “মাহবুবুল হক শাকিল পদক” প্রবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতি বছর ২০ ডিসেম্বর প্রয়াত কবি’র জন্মদিনে একজন তরুণ কবিকে এ পুরস্কার প্রদান করা হবে। তবে ভবিষ্যতে পদকের সংখ্যা ও বিষয় আরো বাড়ানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।


সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ের মধ্যে প্রকাশিত কবিতাগ্রন্থের জন্য আগামী ২০ ডিসেম্বর একজন তরুণ কবিকে প্রথমবারের মতো এ পদক দেয়া হবে। এর অর্থমূল্য এক লাখ টাকা।


কেবল বাংলাদেশের ৪০-এর কম বয়সী জীবিত কবিরাই এ পদকের জন্য বিবেচিত হবেন।


এবারের পদকের জন্য গতবছর প্রকাশিত কবিতাগ্রন্থের পাঁচ কপি করে ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এর সঙ্গে কবির জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে।


ঠিকানা : নজীর আহমদ সিমাব, সহকারী পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), তৃতীয় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। মোবাইল : ০১৭১২০৭২৪৭৪


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com