শিরোনাম
আমি তোমাদের ঘৃণা করি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ১৫:১০
আমি তোমাদের ঘৃণা করি
এফ এম শাহীন
প্রিন্ট অ-অ+

মহামানবের মুখোশ পরে

যারা আদর্শের কথা বলো

যারা নীতির কথা বলো

যারা মানবতার কথা বলো

আমি তোমাদের ঘৃণা করি।

 

তোমাদের আদর্শ কাউকে পথ দেখায় না

তোমাদের নীতি সমাজকে এগিয়ে দেয় না

তোমাদের মুখস্ত মানবতার বুলি

আমাদের বাঁচতে সাহায্য করে না;

আমি তোমাদের ঘৃণা করি।  

 

যারা তথাকথিত দেশপ্রেমের কথা বলো

যারা লোকদেখানো চেতনার কথা বলো

যারা শুদ্ধ সংস্কৃতির কথা বলো

আমি তোমাদের ঘৃণা করি।  

 

তোমাদের দেশপ্রেম আমাকে অন্ন দেয় না

তোমাদের চেতনার বাণী আমাকে পবিত্র করে না

তোমাদের সংস্কৃতি আমাকে শুদ্ধ করে না।

আমি তোমাদের ঘৃণা করি। 

 

যারা ইতিহাসের কথা বলো

তোমরা দ্বিখণ্ডিত,

যারা রাজনীতির কথা বলো

তোমরা দুর্নীতিবাজ,

যারা ধর্মের কথা বলো

তোমরা ব্যবসায়ী;

আমি তোমাদের ঘৃণা করি। 

 

যারা শান্তির কথা বলো

তোমরা যুদ্ধবাজ,

যারা উদারতার কথা বলো

তোমরা গণ্ডিবদ্ধ,

যারা স্রোতের কথা বলো

তারা বাঁধপ্রিয়,

যারা গোলাপের কথা বলো

তোমাদের শরীরজুড়ে বিষাক্ত কাঁটা;

আমি তোমাদের ঘৃণা করি। 

 

যারা সম্প্রীতির কথা বলো

তোমরা সাম্প্রদায়িক,

যারা গণতন্ত্রের কথা বলো

তোমরা স্বৈরাচার;

যারা সংগ্রামের কথা বলো

তোমরা আপোষকামী,

যারা মুক্তির কথা বলো

তোমরা প্রভুভক্ত গোলাম; 

আমি তোমাদের ঘৃণা করি। 

 

আমি তোমাদের মুখোশ খুলে দেব একদিন

বিক্ষুব্ধ মানুষের সুবিশাল সমাবেশে।

 

বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com