আদিবাসীদের সাংস্কৃতিক উৎসব 'বৈচিত্র্যের ঐকতান' আগামীকাল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫২
আদিবাসীদের সাংস্কৃতিক উৎসব 'বৈচিত্র্যের ঐকতান' আগামীকাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আদিবাসীদের সাংস্কৃতিক উৎসব 'বৈচিত্র্যের ঐকতান' আয়োজন করা হয়েছে।


ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ( আইএডে) ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার)বিকেল তিনটায় আয়োজন করেছে অনুষ্ঠানটি।


 এই উৎসব উদ্বোধন করবেন বরেণ্য অভিনেতা ও  সংস্কৃতিজন জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি থাকবেন খ্যাতিমান শিল্পী বিবি রাসেল।


কমিটির আহবায়ক কামাল উদ্দিন কবির বিবার্তাকে বলেন, বিচিত্র প্রাণ -প্রকৃতি, বহু জাতি-গোষ্ঠী -লিঙ্গ - সম্প্রদায় ভাষা- সংস্কৃতির দেশ বাংলাদেশ। 


এই বৈচিত্র্য আমাদের সৌন্দর্য্য, আমাদের প্রাণশক্তি। মুক্তিযুদ্ধের চেতনা ও সাংবিধানিক ঘোষণা হচ্ছে- সকল মানুষ বৈচিত্র্য সহনশীলতা ও সম্প্রীতির সাথে সমমর্যাদা ও অধিকার নিয়ে বাঁচবে। গড়ে উঠবে সমতাভিত্তিক সমাজ। সেই চেতনার বহিঃপ্রকাশ   হচ্ছে আমাদের আয়োজন। 


বিবার্তা/সানজিদা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com