নড়াইল সাবেক পৌর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১২:৪২
নড়াইল সাবেক পৌর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা লালু সরদারের (৩৬) নামে ৫০ লক্ষ টাকার মামলা করেছে দুদক।


বৃহস্পতিবার (১৬ মে) বিকালে দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক বরাবর মামলার এজাহার দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-সহকারী পরিচালক সাদিয়া সুলতানা।


মামলা এজাহার সূত্রে জানা গেছে ,নড়াইল পৌরসভার মেয়র,প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য মিলে ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পায় দুদক। ২০২১ সালের ২ ডিসেম্বর দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে তা প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ করেন। অভিযোগের প্রেক্ষিতে নড়াইল পৌরসভার তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা মো.লালু সরদারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে নিজ ও তার স্ত্রীর দখলে রাখার প্রাথমিক প্রমাণ পায় দুদক।


দুদক প্রেরিত নোটিশে লালু সরদার তার নামে পৌরসভার আলাদাতপুরে ৫ লক্ষ টাকার ২.৫ শতাংশ জমি আছে বলে দাবি করেন।
এছাড়া বিভিন্ন ব্যাংকের হিসাবে মোট ৬ লক্ষ টাকার হিসাব বিবরণী দাখিল করেন। দুদকের অনুসন্ধানে লালু সরদার নিজ নামে
পৌর এলাকায় ৫ শতক জমি ক্রয় করেছেন, যার মূল্য ৩৮ লক্ষ ৪ হাজার টাকা। এছাড়া লালু সরদারের সম্পদের হিসাবের বাইরে ফাস্ট
সিকিউরিটি, জনতা এবং এন আর বিসি ব্যাংকে ৯ লক্ষ ৯০ টাকার হিসাব পেয়েছে। দুদকের হিসেবে লালু সরদার ৪৭ লক্ষ ৪ হাজার ৯০ টাকা অবৈধভাবে আয় করেছেন।


লালু সরদার ২০১২ সালের ২ জানুয়ারি নড়াইল পৌরসভায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।২০২১ সালে তিনি পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন।


বর্তমানে খুলনার পাইকগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।তিনি নড়াইলের চরকরফা গ্রামের মো.নওশের সরদার এর ছেলে।
দুদকে মামলা বিষয়ে খুলনার পাইকগাছা পৌরসভায় কর্মরত নির্বাহী কর্মকর্তা মো.লালু সরদার বলেন, আমার কাছে দুদক সম্পদের বিবরণী চেয়েছিলো আরো ৮-৯ মাস আগে। আমি সেটা যথানিয়মে দুদকে প্রেরণ করেছি। এরপর কি হয়েছে তা জানি না।


দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোর এর উপ-পরিচালক মো.আল আমিন বলেন,দুদকের তদন্ত সাপেক্ষে তার (মো.লালু সরদার) এর
বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা হয়েছে। দুদুকের আইন অনুযায়ী এই মামলা চলবে।


বিবার্তা/শরিফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com