সুলতান পদক পাচ্ছেন চিত্রশিল্পী শহিদ কবীর
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ২০:৩৫
সুলতান পদক পাচ্ছেন চিত্রশিল্পী শহিদ কবীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সম্মানার্থে প্রবর্তিত ‘সুলতান পদক-২০২২’ পাচ্ছেন চিত্রশিল্পী শহিদ কবীর তালুকদার।


১৯ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বিবার্তাকে এই তথ্য জানান।


তিনি জানান, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মস্থান নড়াইলে অনুষ্ঠিত সুলতান মেলায় আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) এই পদক প্রদান করা হবে। এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নড়াইল জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশিল্পী ‘সুলতান মেলা’ আয়োজন করেছে।


প্রসঙ্গত, নড়াইলে ৭ থেকে ২০ জানুয়ারি সুলতান মেলার আয়োজন করা হয়। পূর্বের মতো সমাপনী দিনে প্রদান করা হবে ‘সুলতান পদক-২০২২’। এবছর বরেণ্য চিত্রশিল্পী শহিদ কবীর তালুকদারকে পদক প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।


উল্লেখ্য, ২০০১ সাল থেকে প্রতিবছর সুলতান মেলার সমাপনি দিনে দেশের একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পদকপত্রাপ্ত শিল্পীকে একট সোনার মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। ইতোপূর্বে শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী মর্তুজা বশীর, শিল্পী রফিকুন নবীসহ ১৯ জন বরেণ্য শিল্পীকে সুলতান পদক প্রদান করা হয়। করোনা মহামারীর কারণে গত দুই বছর পদক প্রদান করা হয়নি।


বিবার্তা/সানজিদা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com