‘রঙের গাড়ির’ আয়োজনে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৩:২৫
‘রঙের গাড়ির’ আয়োজনে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দেশের ১২৫ জন শিল্পীর জলরঙে আঁকা চিত্রকর্ম নিয়ে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হবে। রঙের গাড়ি আয়োজন করেছে এ চিত্র প্রদর্শনী।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী; বিশেষ অতিথি হিসেবে শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী নিসার হোসেন, শিল্পী বীরেন সোম ও রশীদ আমিন।


শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রণজিৎ দাস এবং শিল্পী রশিদ আমিনের সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ছয় জন শিল্পীকে পুরস্কৃত করবেন। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের শিল্পকর্ম ও প্রদর্শিত হবে এই আয়োজনে।


প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।


বিবার্তা/সানজিদা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com