
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী অনন্ত ত্রিপুরাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত।
সোমবার (১৩ মে) খাগড়াছড়ির সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এর আদালত এ রায় দেন।
একই সাথে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস জেল দেওয়া হয় তাকে।
২০২০ সালের ১৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ির রামগড় উপজেলার রশ্বিয়াপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনন্ত ত্রিপুরা তার স্ত্রী রন্দাবালা ত্রিপুরাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে সে ঘটনা ধামাচাপা দিতে সেদিন রাতেই আসামি অনন্ত ত্রিপুরা ও তার স্বজন মিলে স্ত্রীর শরীর দাহ করে শেষকৃত্য সম্পন্ন করে।
এ ঘটনা জানার দুই দিন পর রন্দাবালা ত্রিপুরার পিতা রাজকুমার ত্রিপুরা বাদী হয়ে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করে। সে মামলায় ২০২১ সালের সেপ্টেম্বরে পুলিশ জিআর (রামগড়) মামলা তদন্ত চার্জশিট দাখিল করে।
আড়াই বছরের মধ্যে সাক্ষ্য গ্রহণসহ বিচারিক কাজ সম্পন্ন করে আদালতে স্ত্রী হত্যার দায়ে অনন্ত ত্রিপুরাকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে রায় প্রকাশ করেন খাগড়াছড়ি সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পিপি বিধান কানুগো বলেন, খুনের ঘটনা ধামাচাপা দিতে পুড়িয়ে ফেলার ফলে পোস্ট মর্টেম সম্ভব হয়নি। কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে রায় প্রদান করা হয়। মামলা এভিডেন্স বিনষ্ট করে ফেললেও অপরাধী পার পায়না ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই রায় এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]