সরকারের সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ডোনাল্ড লু’র সফর: নানক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৫:৩৮
সরকারের সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ডোনাল্ড লু’র সফর: নানক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভৌগোলিক কারণে বাংলাদেশ অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। তাই ডোনাল্ড লু’র এবারের সফর সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।


মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন পাটমন্ত্রী।


নানক বলেন, নির্বাচনের আগে ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর আর এবারের সফর পুরোপুরি আলাদা। তার গত বছরের বাংলাদেশ সফর কাদেরকে ক্ষমতায় বসানোর জন্য ছিল সেটা জানি না। তবে এবারের সফরের উদ্দেশ্য নির্বাচিত নতুন সরকারের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো


ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের রপ্তানি বাড়াতে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে জানিয়ে নানক বলেন, যেসব পাটকল বন্ধ হয়ে গিয়েছে সেগুলো পুনরুদ্ধারে বিনিয়োগ করবে ভারত।


ভারতের জন্য বাংলাদেশের মানুষের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে একমত হয়েছেন প্রণয় ভার্মা উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারতের নির্বাচনের পর বাংলাদেশের মানুষের জন্য ভারতের ভিসা জটিলতার সুরাহা হবে বলে জানিয়েছেন হাইকমিশনার।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com