
রাজশাহীর চারঘাটে ১শ’ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ মে) দিবাগত রাত ১২টায় রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চারঘাটের তাতারপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম কামাল হোসেন (৩৮)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর (কারিগড়পাড়া) গ্রামের মনোয়ার হোসেন মনোয়ারুলের ছেলে।
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল চারঘাট থানার শিশাতলা এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চারঘাট থানার তাতারপুর গ্রামস্থ আক্কাসের মোড় হতে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল রাত ১২টার দিকে অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতেনাতে আটক করে।
পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১শ’ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]