শিরোনাম
বইমেলায় জুয়েল রাজের ‘ভুল চিঠির ডাকবাক্স’
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৮
বইমেলায় জুয়েল রাজের ‘ভুল চিঠির ডাকবাক্স’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ব্রিটেন প্রবাসী লেখক জুয়েল রাজের কবিতার বই ‘ভুল চিঠির ডাকবাক্স’। বইটি প্রকাশ করেছে নন্দিতা প্রকাশনী। কবিতাগুলো মূলত মানবিক প্রেম, বিরহের কাব্যগাঁথা, দেশের প্রতি প্রবাসী জীবনের মায়া ও স্মৃতিচারণ নিয়ে লেখা হয়েছে। বইমেলায় বইটি পাওয়া যাবে ৪০৪, ৪০৫ নম্বর স্টলে। বইটির মূল্য দেড়শ টাকা।


কবি জুয়েল রাজের জন্ম ১৯৮০ সালের ২১ মে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অন্তর্ভূক্ত বাল্লা জগন্নাথপুর গ্রামে। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এসএনপি উচ্চ বিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেন। তারপর, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি এবং বালাগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাশ করেন।


সিলেট মদন মোহন কলেজে হিসাব বিজ্ঞান নিয়ে সম্মান শ্রেণিতে উচ্চ শিক্ষার পাঠ শুরু করলেও কিছুদিন পর তা ছেড়ে দিয়ে সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস ভর্তি হন এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।


বেসরকারি দাতা সংস্থায় কর্মজীবন শুরু করে সেখান থেকে কেয়ার ও সেইভ দ্য চিল্ড্রেনের বেশ কিছু প্রকল্পে দেশীয় বিভিন্ন এনজিওর হয়ে উন্নয়নমূলক কাজে নিয়োজিত ছিলেন।


২০০৯ সাল থেকে ইংল্যান্ডে বসবাস করছেন। ব্রিটেনের পাক্ষিক ব্রিকলেন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশের দৈনিক মানবকণ্ঠে ‘যুক্তরাজ্য প্রতিনিধি’হিসেবে কাজ করার পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম ও কবিতা লেখেন। এছাড়া কাজ করেছেন ব্রিটেনের বাংলা টেলিভিশন মাধ্যম ‘বাংলা টিভি’তে।


কবিতার বইয়ের পাশাপাশি, এবারের বইমেলায় জুয়েল রাজের সংকলিত কলামের বই ‘দূরের দূরবীন’ প্রকাশিত হচ্ছে।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com