শিরোনাম
সোশ্যাল মিডিয়ার প্রেম টেকে না কেন?‌
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ১২:৪৩
সোশ্যাল মিডিয়ার প্রেম টেকে না কেন?‌
‌বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সোশ্যাল মিডিয়া এখন দারুণ জনপ্রিয় মাধ্যম। বন্ধুত্ব হোক কিংবা প্রেম-‌ভালবাসা— সবেতেই প্রয়োজন সেই ফেসবুক, স্ন্যাপচ্যাট কিংবা হোয়াটসঅ্যাপের। কিন্তু জানেন কী সোশ্যাল মিডিয়ার ভালবাসা বেশির ভাগ সময় স্থায়ী হয় না। এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ:


❏‌ মিথ্যেবাদী:‌ ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক সময় একজন ব্যক্তি বা মহিলা সম্পর্কে ভুল তথ্য দেয়া থাকে। এমনকী একে-‌অপরকে নিজেদের সম্পর্কে মিথ্যা কথাও বলেন অনেকে। পরে সেই সমস্ত কথা প্রকাশ্যে আসলে ঝামেলার সূত্রপাত হয়।


❏ যৌনতাপ্রিয় মানুষ:‌ অনেকেই আছেন যারা কেবল যৌনসুখের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করেন। তার জন্য এমন অনেক তথ্যই তাঁরা দেন যেগুলোর কোনও ‌সত্যতা নেই। প্রথম সাক্ষাতেই এরা নিজেদের চাহিদা মেটানোর কথা ভাবতে থাকে। তবে এক্ষেত্রে মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা।



❏‌ মুখের সঙ্গে ছবির অমিল:‌ এমন অনেকই আছেন যাঁদের মুখের সঙ্গে ছবির কিছুটা হলেও অমিল থাকে। যে কারণে প্রথমবার দেখা করতে এসে অনেকে হয়ত হতাশ হয়ে পড়েন। ফলে সম্পর্ক তৈরি হওয়ার আগেই নষ্ট হওয়ার দিকে এগিয়ে যায়।


❏‌ দূরত্ব:‌ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমেরিকায় বসবাসকারী কারোর প্রেমে পড়েছেন। কিন্তু আপনি থাকেন বাংলাদেশে। সেক্ষেত্রে বেশিবার দুজনের দেখা হওয়াটা প্রায় অসম্ভব। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় এই সম্পর্কগুলো মাঝপথেই হাল ছেড়ে দেয়।


❏‌ ভাগ্য:‌ সোশ্যাল মিডিয়ায় কারোর প্রোফাইল দেখে আপনার পছন্দ হল। কিন্তু তিনি আসলে কেমন আপনি সেটা জানতেই পারলেন না। ভাগ্য সুপ্রসন্ন থাকলে ভাল, কিন্তু খারাপ হলে সেই প্রেম কি আর টিকিয়ে রাখা সম্ভব হবে?


‌❏‌ নিজের মত না থাকা:‌ বিপরীত মানুষটিকে এক ঝলক দেখে ভাল লেগে গেছে। তাঁর মনে ছাপ ফেলতে আপনি নিজেকে তাঁর মতো করে দেখানোর চেষ্টা করছেন। তাহলে এই ভুলটিই সবচেয়ে মারাত্মক। কারণ সেক্ষেত্রে আপনি নিজেকে বদলানোর চেষ্টা করছেন। আর নিজেকে বা অপরকে বদলে কখনও কোনও সম্পর্ক টেকে না।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com