শিরোনাম
ইফতারে খেয়াল রাখুন ১০ বিষয়
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৩:২৬
ইফতারে খেয়াল রাখুন ১০ বিষয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাদিন রোজা রেখে ইফতারের পর অনেকেরই শরীর কেমন ভার ভার লাগে। পেটে অস্বস্তি হয়। ভাবুনতো ইফতারে নিজেরই কিছু খাওয়ার ভুলের জন্য এমনটা হচ্ছে না তো? জেনে নিন সুস্থ থাকতে রোজা ভাঙার পর ইফতারে কী কী নিয়ম মেনে চলবেন।


>> রোজা ভেঙেই খেজুর, ফিগ জাতীয় ফল ও বাদাম খান। এতে ফ্রুক্টোজের পরিমাণ প্রচুর।


>> স্যুপ বা পোরিজের সঙ্গে খেজুর, দুধ ও চা ইফতারের আদর্শ খাবার। এতে পেটও ভরবে, ডিনারের জন্য শরীরকে তৈরি রাখবে।


>> রোজা ভেঙেই এক গাদা মিষ্টি কিংবা শরবত খেয়ে নেবেন না। এতে শরীর খারাপ হবে।


>> খাবারের সঙ্গে কখনই ফল খাবেন না। ফল খেয়ে রোজা ভেঙে একটু পর খাবার খান। এক সঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।


>> যদি বাদাম খান, সঙ্গে চিজ খাবেন না। শরীর এক বারে এক ধরনের কনসেট্রেটেড প্রোটিন হজম করতে পারে। দুটো একসঙ্গে হলে হজমে সমস্যা হতে পারে।


>> মাংস খেলে চিংড়ি বা কোনও রকম সামুদ্রিক মাছ এড়িয়ে চলুন। সারা দিন উপোসের পর বেশি প্রোটিন হজমের গণ্ডগোল ঘটাবে।


>> দুগ্ধজাত খাবার ও সাইট্রাস ফল কখনোই একসঙ্গে খাবেন না। ফলের অ্যাসিডে দুধ ছানা কেটে গিয়ে পেটের ভয়ঙ্কর গোলমাল ঘটাতে পারে।


>> যতই পিপাসা পাক, উপোস ভেঙেই প্রচুর পানি খাবেন না। এতে পেট ব্যথা হবে ও ক্লান্ত হয়ে পড়বেন।


>> যতই খিদে পাক ইফতারে কখনোই বেশি খেতে যাবেন না। অল্প করে খেয়ে রোজা ভাঙুন। দুইঘণ্টা পর রাতের খাবার খেয়ে নিন।


>> যদি রাতের খাবার খেতে না চান, তাহলে ইফতার করেই ঘুমোতে চলে যাবেন না। একটু হেঁটে আসুন। পরিবারের সঙ্গে গল্প করে কিছুটা সময় কাটান।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com