শিরোনাম
অনলাইনে জুতা কেনেন? মাথায় রাখুন ১০ দিক
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১২:০৮
অনলাইনে জুতা কেনেন? মাথায় রাখুন ১০ দিক
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

আপনি কি অনলাইন শপিংয়ে বিশেষভাবে অভ্যস্ত? কিন্তু অন্য জিনিসপত্র কিনলেও জুতা কিনতে ঠিক ভরসা পান না? অথচ সময় নেই শপিংমলে গিয়ে কেনার? তবে হ্যাঁ, এটা ঠিকই যে অন্য জিনিসপত্র কিনলেও অনলাইনে জুতা কেনার সময় একটু বেশি সতর্ক থাকতে হয়। তাই আজ জেনে নিন অনলাইনে জুতা কেনার সময় কোন দিকগুলো খেয়াল রাখবেন।


> যেহেতু নিজে পায়ে পরে দেখে কিনছেন না তাই কেনার সময় সঠিক সাইজ বাছা খুব গুরুত্বপূর্ণ। ব্র্যান্ড অনুযায়ী সাইজ হেরফের করে। নিজের পায়ের মাপ বুঝে সঠিক সাইজ বেছে নিন।


> কেনার আগে ওই সাইট ও ব্র্যান্ডের রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ পলিসি ভালো করে দেখে কিনুন। ঠিকঠাক না হলে ফেরত দিতে পারবেন জানলে অনেকটাই স্বস্তিতে থাকা যায়।


> ডেলিভারি দেয়ার পর জুতা ফেলে রাখবেন না। সাথে সাথে পরে দেখুন। এতে যদি ফেরত দিতে চান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেয়া সুবিধা হবে।


> কেনার আগে প্রোডাক্ট স্পেসিফিকেশন ভালো করে খুঁটিয়ে পড়ে দেখুন। মেটিরিয়াল, হিল সব কিছু দেখে নিয়ে তবেই অর্ডার দিন।


> জুতা যেহেতু না দেখে, না পরে কিনছেন তাই নিজের স্টাইল আর আরামের কথা মাথায় রেথো জুতা বাছুন। নাহলে পরে পস্তাতে হবে।


> যদি কোনো নতুন ব্র্যান্ড প্রথম কেনেন তাহলে একসাথে একজোড়ার বেশি জুতো অর্ডার করবেন না। প্রথমে একজোড়া কিনে পরে দেখুন সাইজ ঠিক আছে কি না এবং কতোটা আরামদায়ক।


> প্রথমেই জুতা পরে বাইরে বেরিয়ে যাবেন না। বাড়িতে পরে হেঁটে দেখুন। যদি ঠিকঠাক না মনে হয় তাহলে বদলে নিতে বা ফেরত দিতে পারবেন। বাইরে হেঁটে জুতোর সোল নোংরা বা নষ্ট হলে ফেরত দিতে মুশকিলে পড়বেন।


> যদি ওয়েবসাইটের পেমেন্ট প্রক্রিয়া নিরাপদ বা সুরক্ষিত নয় বলে সন্দেহ হয়, তাহলে সরাসরি ব্র্যান্ডকে ফোন করুন।


> কোনও ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার আগে বা কোনো অনলাইন সাইট বেছে নেয়ার আগে কাস্টোমার রিভিউ অ্যান্ড রেটিং পড়ে নিন।


> কোনো সাইট বা অনলাইন ব্র্যান্ড থেকে কিছু কেনার আগে ক্রেডিবিলিটি চেক বা বিশ্বাসযোগ্যতা যাচাই করে দেখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ব্র্যান্ডের বা সাইটের পেজে গিয়ে ভালো করে খতিয়ে দেখুন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com