শিরোনাম
‘মোনায়েম খানকে কোন ক্ষমতায় প্লট’
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১৮:১৮
‘মোনায়েম খানকে কোন ক্ষমতায় প্লট’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতাবিরোধী পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানকে কোন ক্ষমতাবলে পাঁচ বিঘা ১৫ ছটাকের প্লট বরাদ্দ দেয়া হয়েছিল তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


রাজধানীর বনানীতে বাড়ির রাস্তার পাশে সবুজায়নের জন্য বরাদ্দকৃত ৫০ ফিট বাই ২০০ ফিট জায়গা রাজউক ও সিটি করপোরেশনের যৌথ জরিপের মাধ্যমে চিহ্নিত করে দখলমুক্ত করারও নির্দেশ দেন হাইকোর্ট।


রবিবার স্বঃপ্রণোদিত হয়ে হাইকোর্টের বিচারপতি মো. ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।


আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে মোনায়েম খানের ছেলে মো. কামারুজ্জামান খানের পরিবার ও রাজউকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের আইনজীবী শাহজাদা আল আমিন কবির।


সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।


উল্লেখ্য, বনানীর ২৭ নম্বর রোডে ১১০ নম্বর বাড়িতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান শরীফ ও মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ওই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। ডিএনসিসির উচ্ছেদ অভিযান স্থগিত চেয়ে হাইকোর্টে যান মো. কামারুজ্জামান খান।


গত ০৭ নভেম্বর হাইকোর্টের স্থিতিতাবস্থা থাকা সত্ত্বেও মোনায়েম খানের বাড়ি কেন উচ্ছেদ করা হলো তার ব্যাখা জানতে চায় হাইকোর্ট। সাত দিনের মধ্যে লিখিতভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে এ ব্যাখ্যা দিতে বলা হয়। একই সাথে সাত দিনের জন্য সকল উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেন আদালত। ডিএনসিসি ব্যাখ্যার ওপর রবিবার শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানি শেষে আদালত এ আদেশ দেন।


আদালত সূত্র জানায়, বনানীর ব্লক-এ ১১০ নম্বরের পাঁচ বিঘার ১৫ ছটাক প্লটটি তৎকালীন ডিআইটি হতে ১৯৬৬ সালে বরাদ্দপ্রাপ্ত হয়ে ১৯৬৭ সালে লিজ দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করা হয়। ২০০৯ সালে ঢাকা সিটি করপোরেশন তাদের জায়গা দাবি করে একটি চিঠি দেয়। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। ওই বছরের ২৬ জানুয়ারি হাইকোর্ট স্থিতিবস্থা জারি করেন।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com