শিরোনাম
বিচারপতির বক্তব্যে আইনমন্ত্রীর দ্বিমত
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৬, ১৪:২৩
বিচারপতির বক্তব্যে আইনমন্ত্রীর দ্বিমত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান বিচারপতি এস কে সিনহা দ্বৈত শাসন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সাথে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।


বিচার বিভাগ পৃথকীকরণের নবম বর্ষপূর্তি উপলক্ষে এক বাণীতে ১৯৭২ সালে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে পূ্ণ:প্রবর্তন সময়ের দাবি বলে মন্তব্য করেন।


এরই পরিপেক্ষিতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দ্বিমত পোষণ করেন।


আইনমন্ত্রী বলেন, আমি মাননীয় প্রধান বিচারপতিকে অত্যন্ত শ্রদ্ধা করি। তার বক্তব্যটি আমি দেখেছি এবং পড়েছি। আমি শ্রদ্ধার সাথে তার এই মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি।


তিনি বলেন, প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা স্ববিরোধী। ১১৬ অনুচ্ছেদ ৭২ সালের সংবিধানে যেতে পারলে ৯৬ অনুচ্ছেদ নয় কেন? আপনারা জানেন ষোড়শ সংশোধনীতে অনুচ্ছেদ ৯৬-কে ১৯৭২’র সংবিধানে যা ছিল তা হুবহু করা হয়েছে। এখন ওনারা, দু’টি ক্ষেত্রে সুপ্রীম কোর্টের বিচাপতিদের অপসারণ এবং রিমুভাল ফর ইন ক্যাপাসিটি অর মিস কনডাক্টস গ্রস মিসকনডাক্ট। দু’টো কারণে তাদের রিমুভ করা যায়, এ আইনটা একদম ১৯৭২ সালে যা ছিল তা প্রতিস্থাপন করা হয়েছে। সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে যে আলট্রা ভায়ার্স অব কনস্টিটিউশন। এটা এখন আপিল বিভাগে আপিল হিসেবে আছে।’


‘একদিকে বলা হচ্ছে যে ওইটা হিস্ট্রোরিক্যাল মিসটেকস, আবার বলা হচ্ছে যে ১১৬, বাহাত্তরে যা আছে তাতে ফিরে যেতে হবে। এটা তো স্ব বিরোধী কথা।’


বিচার বিভাগ-সংশ্লিষ্ট বিভিন্ন শূন্য পদ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও গতিশীলতা আনতে বদ্ধপরিকর। এটা সরকার করতেই থাকবে। বন্ধ হবে না।


আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের বিচারকসহ অন্যদের বদলি, পদোন্নতি, অপসারণ- এগুলোর গুরুদায়িত্ব রাষ্ট্রপতির ওপর। রাষ্ট্রের এক নম্বর ব্যক্তিকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এখানে রাষ্ট্রপতির কার্যালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে সেতু হিসেবে কাজ করে।


তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


বিবার্তা/রাসেল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com