শিরোনাম
তাভেলা হত্যা মামলার বিচার শুরু
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৩:২৪
তাভেলা হত্যা মামলার বিচার শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে অনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার কাজ শুরু হয়েছে।


মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।


অভিযোগ গঠনের আগে কারাগার থেকে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় পাঁচ আসামি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা করেন।


এরপর গত ২২ জুন এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।


আলোচিত এই মামলার অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙ্গারি সোহেল ও শাখাওয়াত হোসেন।


কাইয়ুম ও সোহেল শুরু থেকে পলাতক রয়েছেন। অপর পাঁচ আসামি কারাগারে রয়েছেন।


বিবার্তা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com