শিরোনাম
সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:০৫
সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় চার জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।


রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান এ সাক্ষ্যগ্রহণ করেন। বিচারক আগামী ১৪ নভেম্বর পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছেন।


হত্যা মামলায় যারা সাক্ষ্য দিলেন তারা হলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা এবং ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি রুহিন হোসেন প্রিন্স, অ্যাডভোকেট সোহেল আহমেদ, রামকৃঞ্চ এবং সলিমুল্লাহ সরকার।


এদের মধ্যে রামকৃঞ্চ এবং সলিমুল্লাহ সরকার এ ঘটনায় বিস্ফোরক আইনের মামলায়ও সাক্ষী দেন।


মামলা দুটির মধ্যে হত্যা মামলায় ৩২জন এবং বিস্ফোরক আইনের মামলায় ২৬ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণকালে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়।
মামলার আসামিরা হলেন, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ ও নুর ইসলাম।


২০১৩ সালের ২৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর মৃনাল কান্তি সাহা। আসামিদের মধ্যে শেষের সাত জন পলাতক এবং মুফতি হান্নানসহ অপর ছয় জন কারাগারে রয়েছেন।


২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলায় চার জন নিহত এবং ২০ জন আহত হন। ওই ঘটনা ২০০৩ সালে প্রথম তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০০৫ সালে মামলাটি আবার পুনঃতদন্তের আদেশ দেয়া হয়। পুনঃতদন্তের পরই মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা


হামলার ঘটনায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক নেতা আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা আবুল হাসেম ও মাদারীপুরের মুক্তার হোসেন, খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস নিহত হন।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com